নিজস্ব সংবাদদাতা: গুরুত্বপূর্ণ গ্রামের মানুষদের যাতায়াতের এক মাত্র রাস্তা,আর সেই রাস্তার উপর একটি ভাঙ্গা চোরা কালভার্ট। তার উপরে রয়েছে নড়বড়ে বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়েই জীবনে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে গ্রামের মানুষজন। প্রতিনিয়ত দূর্ঘটনার আশঙ্কা করছেন তারা। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে কালভার্ট মেরামতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ক্ষোভে ফুসছে এলাকাবাসী। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৮ নং সবং গ্রাম পঞ্চায়েতের কসবা কপালোচন নদী ঘাট সংলগ্ন ১৩০ নং বুথ এলাকায় গ্রামীণ রাস্তার ধারে নয়ন জলের উপরে একটি কালভার্ট রয়েছে। প্রায় কুড়ি বছর আগে তৎকালীন সময়ে সাংসদ গীতা মুখার্জির আমলে তৈরি হয় এই কালভার্ট। সেই কালভার্ট আজ জরাজীর্ণ অবস্থায়। সেই সময় থেকেই কালভার্ট মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়েই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় শতাধিক স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের মানুষজনকে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই কালভার্ট এর বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ রাস্তা হলেও ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত কোন উদ্যোগ নেই এই কালভার্ট সারানোর। শেষমেষ গ্রামবাসীরা কেউ দেন পারিশ্রমিক,টাকা আবার কেউ নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ। এই ভাবেই নিয়মিত নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার করে আসছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ ভোট আসে, ভোট যায় ৷ কোনও নেতা কথা রাখেন না৷ ভোটের আগে সব দলেই প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দেয়। ভোট চলে গেলে কেউ ঘুরেও তাকায় না। অন্যদিকে এ ব্যাপারে এলাকার প্রধান সুকুমার বারিক বলেন,ওই কালভার্ট এর জন্য মোট ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।