Top Newsশাহজাহান প্রসঙ্গে পুলিশ ও মমতাকে দুষলেন দিলীপ ঘোষ

শাহজাহান প্রসঙ্গে পুলিশ ও মমতাকে দুষলেন দিলীপ ঘোষ

SBN NEWS: শেখ শাহজাহান কোথায়? এই প্রশ্ন নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি ঠিক তখনই সন্দেশখালির ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের ওই অঞ্চলের বেতাজ বাদসা হিসেবে পরিচিত শেখ শাহজাহানের বর্তমান অবস্থান নিয়ে গতকাল বিস্ফোরক মন্তব্য করলেন কারামন্ত্রী অখিল গিরি।

এবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে দুষলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার খড়গপুর শহরের বগদা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,আমি প্রথম থেকে বলে আসছি শাহজাহানকে তৈরি করেছে তৃণমূল। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওদের। রাজ্য পুলিশ বা রাজ্য সরকার সহযোগিতা করবে তাকে খুঁজে বার করার জন্য এটা সম্ভব নয়। সেটাই প্রমাণ হলো,গতকাল কারা মন্ত্রী বলে দিয়েছেন,উনি বাইরে গিয়েছেন।

এবার উনার বলার দায়িত্ব শাহজাহান কোথায় গেছেন। না হলে ইডি উনাকে ডেকে জিজ্ঞেস করুন উনি শাহাজাহান সম্পর্কে কি কি জানেন। উনি কি করে জানলেন? কোথায় গেছেন সব তথ্য উনার কাছে আছে। এই সমস্ত অপরাধের সঙ্গে তৃণমূলের সমস্ত নেতা-মন্ত্রীরা জড়িয়ে আছে। শাহজাহান কোথায় আছে সেটা সবাই জানে।দিদি-পুলিশ জানে”, কিন্তু বলবে না। আর যদি বলে দেয়,ইডি একটা একটা কে ধরতে শুরু করবে। এবং ২৪ এর আগে পুরো পার্টিটা উঠে যাবে।