Top NewsKGP: পুলিশকে ঘুরিয়ে তার প্যান্ট খুলে নিন, নিদান বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

KGP: পুলিশকে ঘুরিয়ে তার প্যান্ট খুলে নিন, নিদান বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা: পুলিশকে ঘুরিয়ে তার প্যান্ট খুলে নিন এমন নিদান দিলেন দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল শহরের বগদা এলাকায় চা চক্রে এসে এমনই মন্তব্য করেন তিনি। তিনি চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রতিটি জায়গায় হিন্দুরা উৎসব পালন করবেন। যদি কোথাও কোন পুলিশ মাইক খুলতে আসে,মাইক নামাতে আসে। তাহলে সেই পুলিশকে ঘুরিয়ে তার প্যান্ট খুলে নিন। বাকিটা আমি দেখব,বিজেপি পার্টি দেখবে। 

বিস্তারিত আছে কিছুক্ষণ পরে নজর রাখুন আমাদের ডিজিটাল প্লাটফর্মে।