কলকাতাEast-West Metro: কিছু ক্ষণের মধ্যেই গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

East-West Metro: কিছু ক্ষণের মধ্যেই গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

SBN NEWS DIGITAL: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন হবে আজ। আজ বুধবার ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী। হাওড়া স্টেশন ভারতের গভীরতম মেট্রো স্টেশন।

যা ১১৪ ফুট মাটির তলায় অবস্থিত। যাতে হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদহ ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। গঙ্গার তলা দিয়ে চলবে ট্রেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।