Top Newsজমি কেলেঙ্কারি কান্ডে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি

জমি কেলেঙ্কারি কান্ডে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি

নিজস্ব সংবাদদাতা: জমি কেলেঙ্কারি কান্ডে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ শুরু করলো ইডি। শনিবার বেলা ১টার সময় রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার একটি দল।

কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে রাঁচিতে। গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোন রকম কোন উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ঝাড়খন্ড মুক্তি মর্চার বহু কর্মী সমর্থক জড়ো হয়েছেন বলে জানা যাচ্ছে।