Top Newsমহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের এক প্রৌঢ়ার

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের এক প্রৌঢ়ার

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ রাজ্যের কোনও মানুষ আটকে রয়েছে কিনা তা জানতে উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে নবান্ন। এর মধ্যেই খবর মিলেছে, পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন জেলার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ব্লকের গোদাপিয়াশাল, কাছাড়ি রোড বাসিন্দা  উর্মিলা ভুঁইয়া। বয়স ৭৮ বছর।
জানা গিয়েছে,খড়গপুর থেকে দুই মেয়ে-জামাই, বউমা এবং এক নাতনিকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমের সামনে হুড়োহুড়িতে পদপিষ্টে মৃত্যু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, মৃতের দেহ আজ উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় খড়গপুর শহরে পৌঁছাবে। তারপর সেখান থেকে তার বাড়ি শালবনী উদ্দেশ্যে রওনা দেবে।