Top NewsKHARAGPUR: কুয়োয় পড়ে মৃত্যু বৃদ্ধার, তদন্তে পুলিশ

KHARAGPUR: কুয়োয় পড়ে মৃত্যু বৃদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কুয়োয় পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খড়গপুর গ্ৰামীণ থানার হরিয়াতাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সরস্বতী মাহাতো (৭২)। শুক্রবার সকালে এই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে পা পিছলে তিনি কুয়োয় রাতের অন্ধকারে পড়ে যান।

এদিকে মানসিক অবসাদের জেরে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক মহিলা। শুক্রবার সকালে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে পিংলা থানার চন্ডীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সরস্বতী মহাপাত্র (৪১)। অপরদিকে এই থানার পিংলা এলাকায় মানসিক অবসাদের জেরে এক প্রৌঢ় গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সন্ধ্যার পর এই প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দশরথ মান্ডি(৬৩)। অপরদিকে শুক্রবার সকালে খড়গপুর গ্ৰামীণ থানার পলশা গ্ৰাম পঞ্চায়েতের আমনপুর গ্ৰামে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিমা সরেন(২৪)। যদিও কোনও অভিযোগ দায়ের হয় নি। তবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে এই গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করতে চলেছে।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে শুক্রবার সকালে খড়গপুর শহরের ছোটো ট্যাংরা এলাকায় একটি হোটেলের পেছন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির আনুমানিক বয়স হবে ৪৬ বছর। কোনও পরিচয় পাওয়া যায় নি। পুলিশ জানিয়েছে কোনও ঘটনার ক্ষেত্রে অভিযোগ দায়ের হয় নি।