Top NewsKGP: কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে কর্মচারি ইউনিয়নের নির্বাচন! ফলাফলে কে এগিয়ে দেখুন...

KGP: কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে কর্মচারি ইউনিয়নের নির্বাচন! ফলাফলে কে এগিয়ে দেখুন ?

নিজস্ব সংবাদদাতা: কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে কর্মচারি ইউনিয়নের নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপির সমর্থিত কর্মচারী সংগঠন বিপিএমএস। বুধবার এই গোপন ব্যালটে এই নির্বাচন হয়েছে। সন্ধ্যাবেলায় প্রকাশিত ফলাফল অনুযায়ী কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির স্বীকৃত আইএনডিডবলুএফ প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত এআইডিইএফ। আর তৃতীয় স্থানে বিজেপি সমর্থিত বিপিএমএস। মোট ভোটার ১৯৪ জন। তারমধ্যে এইদিন ভোট দিয়েছেন ১৭৩ জন। প্রদত্ত ভোটের মধ্যে ৮১টি পেয়ে গরিষ্ঠতা অর্জন করেছে আইএনটিইউসির স্বীকৃত আইএনডিডবলুএফ। আর ৬১টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে বাম সমর্থিত এআইডিইএফ। অপরদিকে বিপিএমএস ২১টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই ব্যাপারে আইএনটিইউসির কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটি শাখার সভাপতি অমর মাহাতো বললেন ” এই জয়ের ফলে কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে জেসিএম বৈঠকে আমাদের সংগঠন সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে যোগ দিতে পারবে। এই জয়ের জন্য সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” তবে শুধু আইএনটিইউসি নয়। দ্বিতীয় স্থানাধিকারী বাম সমর্থিত এআইডিইএফের পক্ষ থেকেও জেসিএম বৈঠকে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। তবে সংখ্যায় কম। প্রতি তিন মাস অন্তর এই জেসিএম বৈঠক হয় কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে।