নিজস্ব সংবাদদাতা: মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টা থেকে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন। ফেসবুকে প্রবেশ ও কিছু শেয়ার করতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে, তা হলো- ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’ সমস্যা দেখা দিয়েছে হোয়াটসঅ্যাপে৷ হোয়াটসঅ্যাপের পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে মেসেজ আদানপ্রদান করতে পারছেন না অনেকেই৷ ইনস্টাগ্রাম, ফেসবুকেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে৷