SBN NEWS: পশ্চিম মেদিনীপুর জেলায় একযোগে শুরু হয়েছে বোরো চাষের চারা রোপণ। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা।
জমি তৈরি, হালচাষ, বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপণের মতো কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বিকল্প চাষে তেমন সমস্যা হবে না বলে মনে করেন স্থানীয় কৃষকরা।
দেখা গেছে,জেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন। কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে জল দিচ্ছেন, আবার কেউ বা ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। বেশকিছু জমিতে আবার অনেকে চারা রোপণ করেছেন।