ইন্দ্রজিৎ সাহু: জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন। পরে জুয়াড়িদের হাতে মার খেতে হল খোদ থানার ভারপ্রাপ্ত মহিলা পুলিশ আধিকারিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সংলগ্ন উড়িষ্যার মেরিন থানার অন্তর্গত উদয়পুর এলাকায়। এই ঘটনায় কুড়ি জনকে গ্রেফতার করেছে উড়িষ্যা মেরিন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে জুয়ার আসর চালাচ্ছিল এলাকার সমাজবিরোধীরা।গোপন সূত্রে খবর পেয়ে দীঘা সংলগ্ন উড়িষ্যার মেরিন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক (Oc ) চম্পাবতি সরেন উদয়পুর এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দেয়। তিনি সংশ্লিষ্ট এলাকায় এলাকায় গেলে দেখতে পান সেখানে চলছে জুয়া খেলা।
তারপর খেলা বন্ধ করতে গেলে অতর্কিতে দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর উপর। এমনকি তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক (Oc ) চম্পাবতি সরেনকে হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। খবর পেয়ে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় গতকাল রাতেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মোট কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে। এর পাশাপাশি যেহেতু বাংলা-উড়িষ্যা সীমান্ত এলাকায় এই খেলা চলছিল। এর পেছনে বাংলার কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে উড়িষ্যা পুলিশ।