General NewsPaschim Medinipur: দাঁতনে ১৭ বছরের সারদ-গ্রামীন মেলায় উৎসবের আমেজ

Paschim Medinipur: দাঁতনে ১৭ বছরের সারদ-গ্রামীন মেলায় উৎসবের আমেজ

ইন্দ্রজিৎ সাহু: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের খানিপুর গ্রাম। কংক্রিটের প্রলেপ দেওয়া পথে মানুষের ঢল। উপলক্ষ গ্রামের মাঠে বসেছে গ্রামীন মেলা। নানা বয়সী মানুষের আগমনে মুখোর মেলা প্রাঙ্গন।

গ্রামীন মেলার মুখোরচোক খাবার থেকে শুরু করে খেলনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ট্রেন থেকে শুরু করে বিভিন্ন খেলনায় চেপে খেলা করছে শিশুর দল। গৃহবধূরাও ঘর থেকে বেরিয়ে এসেছেন মেলা প্রাঙ্গনে। ব্যস্ত দিন তাদেরও কাটছে কেনাকাটায়। সংস্কৃতি আর শেকড়ের টানে সবাই ছুটে এসেছে মেলায়। যে কারণে এই গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

মেলা উপলক্ষে এলাকার আত্নীয় স্বজনের নিমন্ত্রণের রেওয়াজ দীর্ঘদিনের। জানা গেছে দাঁতন ব্লকের খানিপুর তরুণ সংঘের উদ্যোগে এই মেলা চলে আসছে। এই বছর গ্রামীণ মেলা ১৭ বছরে পদার্পণ করল। বৃহস্পতিবার ( ২১.০৩.২০২৪) বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান শিবির ও বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম প্রধান, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস। দাঁতন পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র। মনি শংকর মিশ্র। ও অন্যান্য দাঁতন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ। উৎসব কমিটির সম্পাদক দেবাশীষ রানা।