Top NewsBREAKING: উড়িষ্যায় চারচাকা-বাইক মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগতেই দাউদাউ করে জ্বলে উঠল আস্ত...

BREAKING: উড়িষ্যায় চারচাকা-বাইক মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগতেই দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাইক

নিজস্ব সংবাদদাতাঃ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠলো দুটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরের মহুলাডিহায় এলাকায়। মৃত দুজনের নাম আকাশ মুর্মু এবং বিশ্বনাথ সোরেন। বাড়ি ময়ূরভঞ্জ জেলার থিরিং থানার জিরাই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আকাশ মুর্মু এবং বিশ্বনাথ সোরেন নামে দুই ব্যক্তি গতকাল রাতে কাজ ছেড়ে একটি বাইক নিয়ে রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল। গাড়ি দ্রুত গতিতে থাকায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে ওঠে মোটরবাইক। বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী।

পিকআপ ভ্যানটিতেও আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। তারপরে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরবর্তীতে এই খবর পেয়ে শেষ পর্যন্ত দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত্যু বলে ঘোষণা করে। ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোটরবাইক ও পিকআপ ভ্যানটিকে পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।