Top Newsআবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

লালবাগ: আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পুলিশের হাতে ধরা পড়ল অরুণ ঘোষ নামে এক ব্যক্তি। নবগ্রাম থানার পুলিশ জানায়, “গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর করা যুক্ত আছে তা জানার চেষ্টা করা হচ্ছে।” বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নবগ্রাম থানার নারায়ণপুর পঞ্চায়েতের কালিকাডাঙা রাইসমিল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা থানার বড়বড়িয়া এলাকার বাসিন্দা অরুণ ঘোষ এদিন সকালে কালিকাডাঙা রাইসমিল পাড়ায় গিয়ে নিজেকে নবগ্রাম ব্লক অফিসের কর্মী বলে পরিচয় দেন। অভিযোগ, বেশ কয়েকজন গ্রামবাসীর বাড়ি গিয়ে তিনি বলেন, তাঁদের আবাস যোজনার টাকা এসে আটকে রয়েছে। ওই টাকা পেতে হলে উপভোক্তাদের প্রত্যেককে আধার ও ভোটার কার্ডের জেরক্স এবং ১৬৬০ টাকা করে জমা দিতে হবে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গ্রামবাসীরা ফোন করেন পঞ্চায়েত প্রধান উত্তম মণ্ডলকে। খবর পেয়েই পঞ্চায়েত প্রধান ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ ছুটে আসেন গ্রামে। তাঁদের জেরার মুখে ওই ব্যক্তি কার্যত স্বীকার করে নেন তিনি নবগ্রাম ব্লক বা অন্য কোনও সরকারি দপ্তরে কাজ করেন না। আবাসের উপভোক্তাদের থেকে টাকা হাতানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিল। এর পরেই প্রধান নবগ্রাম থানায় ফোন করে বিষয়টি জানান। পরবর্তিতে পুলিশের হাতে ওই অভিযুক্তকে তুলে দেওয়া হয়। রাইসমিল পাড়ার বাসিন্দা সঞ্জয় মণ্ডল, সর্বানী মণ্ডল বলেন, “প্রধান আমাদের বলেছিলেন, আবাসের ঘরের টাকার জন্য কাউকে কোন টাকাপয়সা দেবেন না। কেউ যদি টাকাপয়সা চাইতে আসে তাহলে তাকে খবর দিতে। সেই কারণে ওই ব্যক্তি নিজেকে ব্লকের কর্মী হিসেবে পরিচয় দিয়ে টাকা চাইতেই সন্দেহ হয়। তখন বিষয়টি ফোন করে প্রধানকে জানাই।” অন্যদিকে ভারতী মণ্ডল বলেন, “ধৃত ব্যক্তি আধার, ভোটার কার্ড এবং টাকা নিয়ে সোমবার ব্লক অফিসের ১ নম্বর ঘরে দেখা করার জন্য বলেছিল। প্রধানের তৎপরতায় গ্রামের মানুষ রক্ষা পেলেন।” প্রধান উত্তম মণ্ডল বলেন, “আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তাদের কাউকে কোন টাকা দিতে হয় না। অথচ ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছে এটা শোনার পরেই ছুটে যাই। প্রতারণা চক্রে ওই ব্যক্তির সঙ্গে আরও কারা রয়েছে পুলিশ তদন্ত করলেই সব কিছু স্পষ্ট হবে।”