Top NewsExclusive: মর্মান্তিক দুর্ঘটনা ডেবরায়,গ্যাস সিলিন্ডার ফেটে উড়ল যুবকের মাথার খুলির একাংশ

Exclusive: মর্মান্তিক দুর্ঘটনা ডেবরায়,গ্যাস সিলিন্ডার ফেটে উড়ল যুবকের মাথার খুলির একাংশ

নিজস্ব সংবাদদাতা: গ্যাস সিলিন্ডার ফেটে উড়ল যুবকের মাথার খুলির একাংশ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ৪ নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের জগতমনি এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অরূপ মাইতি নামে এক যুবক। বাড়ি ডেবরা ব্লকের ঝিকুরিয়া এলাকায়। স্থানীয় পুলিশ ও সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে জগতমনি এলাকায় একটি গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং সেন্টারে কাজ করছিলেন ওই যুবক। সেই সময় হঠাৎই একটি সিলিন্ডার বাস্ট হয়। তখনই ওই যুবকের মাথার খুলির একাংশ উড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপারস্পেস্যালিটি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে পরিস্থিতি আশঙ্কা জনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।