Top NewsFire: মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

Fire: মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

SBN: মিষ্টির দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ব্রিজ রোড বাজার এলাকায়। গুরুতর জখম হয়েছেন দোকানের দুই কর্মচারী-দীপক দাস, অনুপ মণ্ডল ও পাশের দোকানের দিলীপ দেবনাথ। দিলীপ দেবনাথের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আচমকা এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ক্যানিং ব্রিজ রোড বাজার এলাকার ক্যানিং স্টেডিয়াম সংলগ্ন একটি মিষ্টির দোকান রয়েছে। দোকানের আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে। সেখানে রসগোল্লা তৈরির কাজ করছিলেন দোকানের কর্মচারী দীপক দাস। আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে অনুপ ও দিলীপ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সময় আচমকাই বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায়। গুরুতর জখম হয় তিনজন। অন্যান্যরা খবর পেয়ে ক্যানিং থানা ও দমকলকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়। যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য আগুন নিয়ন্ত্রণে। স্থানীয়রা জখমদের তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জখম দিলীপ দেবনাথের নাকে ও মুখে মারাত্মক আঘাত লাগায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনায় আহত দোকানের কর্মচারী দীপক দাস জানিয়েছেন, রসগোল্লা তৈরি করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি একটি ফ্রিজেও বিস্ফোরণ হয়। ঘটনায় জখম হয় তিনজন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ক্যানিং থানা।