নিজস্ব প্রতিনিধি: ফের খড়গপুর আইআইটিতে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বাড়ি কেরালা রাজ্যে।
সূত্রে জানা গিয়েছে, দেবিকা খড়গপুর আইআইটির বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। আজ সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দিরাগান্ধী হলে মধ্যে থাকা ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় কর্তৃপক্ষ।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমা আত্মঘাতী হয়ে মৃত্যু হয়েছে এই ছাত্রীর। তবে বিষয়টি পরিস্কার হতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। যদিও আত্মহত্যার পিছনে কী কারণ তা স্পষ্ট নয় পুলিশের কাছে। কেন, কীভাবে এই মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।