নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের পক্ষ থেকে এদিন এই রায় দেওয়া হয়েছে। হাই কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে যেই দুর্নীতি হয়েছে অর্থাৎ ভুয়ো জব কার্ড সংক্রান্ত বিষয়ের তদন্ত করবে এই কমিটি। রাজ্য এবং কেন্দ্রের পাশাপাশি ক্যাগের প্রতিনিধিও থাকবে এই দলে।