Top NewsBIG BREAKING: উড়িষ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪, আহত ২৩
BIG BREAKING: উড়িষ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪, আহত ২৩
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুরী গামী বাস। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার চালন্তী জাতীয় সড়ক এলাকায়। জানা গিয়েছে,বাসটি ৬০ নং জাতীয় সড়ক ধরে ৬০ জন যাত্রী নিয়ে উত্তরপ্রদেশ-কলকাতা থেকে পুরী যাচ্ছিল। সেই সময় উড়িষ্যার বালেশ্বর থানার অন্তর্গত চালন্তী এলাকার জাতীয় সড়কে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে,জাতীয় সড়ক থেকে ২০ টি পাল্টি খেয়ে জমিনে পড়ে যায়।
![](https://www.sbnnews.in/wp-content/uploads/2024/08/IMG-20240814-WA0036.jpg)
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গাড়িতে থাকা প্রায় ২৩ জন যাত্রী। মৃত্যু হয়েছে ৪ জনের। এদিকে এই ঘটনার খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বালেশ্বর থানার পুলিশ-এসডিপিও দিলীপ কুমার সাউ, ও দমকল কর্মী-স্থানীয়দের তৎপরতায় আহতদের রক্তাক্ত অবস্থায় বালেশ্বর গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে জলেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
![](https://www.sbnnews.in/wp-content/uploads/2024/05/IMG-20240525-WA0103.jpg)
এই ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় যানজটমুক্ত হয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান চালকের নিদ্রা চলে আসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার কাজে নেমেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ আধিকারিকরা।