Top NewsBIG BREAKING: উড়িষ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪, আহত ২৩

BIG BREAKING: উড়িষ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪, আহত ২৩

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুরী গামী বাস। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার চালন্তী জাতীয় সড়ক এলাকায়। জানা গিয়েছে,বাসটি ৬০ নং জাতীয় সড়ক ধরে ৬০ জন যাত্রী নিয়ে উত্তরপ্রদেশ-কলকাতা থেকে পুরী যাচ্ছিল। সেই সময় উড়িষ্যার বালেশ্বর থানার অন্তর্গত চালন্তী এলাকার জাতীয় সড়কে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে,জাতীয় সড়ক থেকে ২০ টি পাল্টি খেয়ে জমিনে পড়ে যায়।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গাড়িতে থাকা প্রায় ২৩ জন যাত্রী। মৃত্যু হয়েছে ৪ জনের। এদিকে এই ঘটনার খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বালেশ্বর থানার পুলিশ-এসডিপিও দিলীপ কুমার সাউ, ও দমকল কর্মী-স্থানীয়দের তৎপরতায় আহতদের রক্তাক্ত অবস্থায় বালেশ্বর গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে জলেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় যানজটমুক্ত হয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান চালকের নিদ্রা চলে আসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার কাজে নেমেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ আধিকারিকরা।