Top Newsবাড়ির মধ্যেই সকেট বোমা বিস্ফোরণে জখম হলেন গৃহবধূ

বাড়ির মধ্যেই সকেট বোমা বিস্ফোরণে জখম হলেন গৃহবধূ

SBN: বাড়ির মধ্যেই সকেট বোমা বিস্ফোরণে জখম হলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার চাঁদঘর দক্ষিণপাড়ায়। জখম বধূর নাম সাবিনা ইয়াসমিন (৩৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা বাড়ির মধ্যে সকেট বোমা রেখে গেল, তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তবে, পরিবারের দাবি, শত্রুতাবশতই এই কাণ্ড ঘটিয়েছে পাড়ার জনাকয়েক দুষ্কৃতী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ির দেওয়ালের উপর একটি সকেট বোমা রাখা ছিল। এদিন বাড়ি ঘরদোর পরিষ্কার করার সময় সকেট বোমাটি দেখতে পেয়ে সেটি কী জিনিস বুঝতে না পেরে সরাতে যান তিনি। সেই সময়ই বিকট শব্দে বোমা ফেটে জখম হন বধূ। তাঁর ডান হাত গুরুতর জখম হয়। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে বহরমপুরে স্থানান্তর করা হয়।
কিন্তু,কে রেখে গেল বোমা? পরিবারের দাবি, দিনকয়েক আগে তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল কয়েকজন দুষ্কৃতী। সেই শত্রুতাবশত কেউ বা কারা বোমাটি বাড়ির দেওয়ালের উপর রেখে গিয়েছিল। সেই বোমা সরাতে গিয়েই বিস্ফোরণ হয়। জখম বধূর আত্মীয় মর্জিনা মোল্লা জানান, কয়েকদিন আগে কয়েকজন যুবক সাবিনাকে টিটকারি করেছিল। সেই ঘটনা বাড়িতে বলে দেওয়ায় তারা সাবিনার বাড়ি লক্ষ্য করে দিন কয়েক আগে রাতের অন্ধকারে বোমাবাজি করে।
পরে গ্রাম্য সালিশিতে সমস্যা মিটে গিয়েছিল। সোমবার রাতে তাদেরই কেউ বাড়ির পাঁচিলের উপর একটি সকেট বোমা রেখে যায়। সেই বোমা সরাতে গিয়ে বিপত্তি কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, বাড়ির পাশে আবর্জনার স্তূপের মধ্যে লোহার একটি বস্তু পেয়ে সেটি দেওয়ালে ঘষে নোংরা পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। তাতেই জখম হয়েছেন এক মহিলা। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।