Top Newsবাড়ির ভিতর থেকে গৃহবধূর নলিকাটা দেহ উদ্ধার

বাড়ির ভিতর থেকে গৃহবধূর নলিকাটা দেহ উদ্ধার

হুগলি: গৃহবধূর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে বাড়ি থেকেই বধূর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ আফসানা বেগম (৩৬) নামে ওই মহিলাকে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁর গলার নলি কাটা ছিল। স্থানীয়রা বলছেন, কেউ বা কারা ঘরের মধ্যেই খুন করেছে ওই মহিলাকে। কিন্তু, খুনের কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
এদিন রক্তাক্ত দেহ উদ্ধারের পর স্থানীয়রাই খবর দেন জাঙ্গিপাড়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই খুনের কারণ স্পষ্ট হবে। শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা তাও ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ঘটনার নেপথ্যে কোনও পারিবারিক কোন্দলের ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের দিদি রুকসানা বেগম বলছেন, তাঁর বোন বাড়িতে একাই থাকতেন। স্বামী থাকতেন দূরে। মাঝে মাঝে বাড়িতে যাতায়াত করতেন। ওই ব্যক্তির আবার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাই পারিবারিক কোনও জটিলতা থেকে এই খুন কিনা সে বিষয়েও তদন্তে বিশেষ জোর দিচ্ছে পুলিশ।