SBNNEWS: যেন চিত্রনাট্যের একটি দৃশ্য। গাড়ি করে চেন্নাই থেকে কলকাতায় নিয়ে আসার পথে লাওরি থেকে ১০ কোটি টাকার আইফোন লুঠ! অভিযোগ, লুট হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নতুনবাজার এলাকা থেকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ঘটনার পর দু-মাস অতিক্রান্ত হলেও কোনও কিনারা পাওয়া যায়নি।
মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। মেদিনীপুর জেলার পুলিশ সুপারের তত্বাবধানে পুরো ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ২রা ফেব্রুয়ারি। ওইদিন তদন্তের কী অগ্রগতি তার একটি সংক্ষিপ্ত রিপোর্টও জমা দিতে বলেন বিচারক। একই সঙ্গে ওইদিন পুলিশকে কেস ডায়েরি পেশ করারও নির্দেশ দেন।
জানা গিয়েছে, চেন্নাই থেকে একটি লরিতে করে কলাকায় আনা হচ্ছিল বেশকিছু আইফোন। চেন্নাই থেকে রওনা হওয়ার পরদিন যাত্রাপথে পড়া তিন রাজ্য পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। খড়্গপুর থেকে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে গাড়িটি যাচ্ছিল। জানা যাচ্ছে গত ২৮ সেপ্টেম্বর ভোরে লরিটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নতুনবাজার এলাকার একটি পেট্রল পাম্পে কিছুক্ষোন দাঁড়ায়। জিপিএস ট্র্যাক করে কেন দাঁড়িয়েছে তা জানার জন্য তখনই গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবহন সংস্থার কর্মীরা।
সূত্রের খবর, লরির চালককে বারবার ফোন করলেও, চালক ফোন ধরেননি। বেশকিছুক্ষণ ফোন না ধরায়, বাধ্য হয়ে মিনিট চল্লিশ পর ডেবরা থানায় যোগাযোগ করে পরিবহণ সংস্থার কর্মীরা। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি উদ্ধার করে। পুলিশ ঘটনাথলে গিয়ে দেখে লরি ফাঁকা। লরিতে কোনও আইফোন নেই।
লরির চালক, খালাসি কাউকে সেখানে পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকায় বহুজনকে জিজ্ঞাসাবাদ করেছে। পুরো ঘটনা তদন্ত করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ঘটনার পর দু-মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি বলে জানা গেছে।