Top Newsপ্রয়াত দূরদর্শনের সংবাদপাঠক ছন্দা সেন, বয়স হয়েছিল ৭৮ বছর
প্রয়াত দূরদর্শনের সংবাদপাঠক ছন্দা সেন, বয়স হয়েছিল ৭৮ বছর
নিজস্ব প্রতিনিধি: প্রয়াত সেই সংবাদপাঠিকা ছন্দা সেন। বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। বাড়িতে রয়েছেন স্বামী ও মেয়ে। তাঁর প্রয়ানে একটা যুগের সমাপ্তি হল সংবাদ পাঠের দুনিয়ায়। দুরদর্শনের জন্মলগ্ন থেকে তাঁর সংবাদপাঠ মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। আকাশবাণীতে তাঁর কন্ঠ অনুপ্রেরণা যোগাতো মানুষকে। ১৯৭৪ সালে যোগ দেন আকাশবানী কলকাতায়। পরের বছরেই যোগ দেন দুরদর্শনে। সেই সময় তাঁর কন্ঠে ‘খবর পড়ছি ছন্দা সেন’ জনপ্রিয়তা লাভ করে। পরে তিনি চলে যান বিবিসিতে। ২০০৬ সালে অবসর নেন। ছন্দা সেনের হৃদ্যন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল। সমস্যা ছিল চোখেও। গত এক বছরে বহু বার অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার কেওড়াতলায় শেষকৃত্যের আগে তাঁর দেহ আনা হবে আকাশবাণী ভবনে।