Top NewsPaschim Medinipur: সবংয়ে রমরমিয়ে চলছে চোলাই মদের ঠেক ও জুয়ার আসর,আবগারি-প্রশাসনের ভুমিকা...

Paschim Medinipur: সবংয়ে রমরমিয়ে চলছে চোলাই মদের ঠেক ও জুয়ার আসর,আবগারি-প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন ?

নিজস্ব সংবাদদাতা: সবংয়ে নেশা সামগ্রীর তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কী নেই সেই তালিকায় গাঁজা, ব্রাউন সুগার থেকে চোলাই! সন্ধে নামলেই নেশা খোরদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠছে কিছু নির্জন জায়গা। সেই তালিকায় কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া,বাদ যাচ্ছে না কেউ। প্রশাসনিক ঢিলেমিতে প্রতিনিয়ত বেড়ে চলছে নেশা আসক্তদের সংখ্যা। তারসঙ্গে চোলাই মদ ভাটির সংখ্যা বেড়ে চলেছে।

কিন্তু পিছু ছাড়ছে না, বিপজ্জনকভাবে গাঁজা, ব্রাউন সুগার, চোলাইয়ের মতো এই সব নেশা। কিন্তু কোথায় চলে এই ঠেক? হুঁশ আছে কি প্রশাসনের ? ফাঁকা নির্জন জায়গা পেলেই বসে এই নেশার আসর। সেখানে নেশা হয় মূলত গাঁজা-চোলাই মদ। কেউ কেউ আবার স্কুলের মধ্যেই এই আসর বসিয়ে দিচ্ছে। সবংয়ের তেমাথানি বহু জায়গায় দিনে দিনে বাড়ছে নেশাগ্রস্থ মানুষের সংখ্যা। লক্ষণচক, খাগড়াগেরিয়া,বনাই,দশগ্রাম বাজার,হরেকৃষ্ণ বুথ এলাকা,খাজুরি দিঘিপাড়া-ডমপাতা সহ গ্রামেগঞ্জে বহু এলাকায় একদম সস্তায় পাওয়া যাচ্ছে চোলাই থেকে শুরু করে মাদক দ্রব্য।

সবংয়ে রমরমিয়ে চলছে চোলাই মদের ঠেক ও জুয়ার আসর,আবগারি-প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন ?

এলাকাবাসীর অভিযোগ, চোলাই মদ থেকে শুরু করে এইসব মাদকদ্রব্যের ব্যবসা করছে কিছু অসাধু ব্যাক্তি। আর সেই মদ-মাদকদ্রব্য খেয়ে এলাকায় অসুস্থ হয়ে পড়ছে যুব থেকে বয়স্করা। কেউ স্থানীয় চিকিৎসা কেন্দ্রে কেউ বা হাসপাতালেও ভর্তি হচ্ছে। আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও চোলাই কিংবা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। এক দুবার অভিযান চালিয়ে বন্ধ করে দিচ্ছে। সব জেনেও তারা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে।

যার ফলে এলাকায় বেড়ে চলছে এইসব কারবার। সর্বশ্রান্ত হয়ে পড়ছে পরিবারগুলি। স্থানীয়দের দাবি,আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হোক এই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে।