কলকাতাHeatwave: সংবাদ পাঠের মাঝেই অজ্ঞান কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা

Heatwave: সংবাদ পাঠের মাঝেই অজ্ঞান কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা

SBN NEWS DIGITAL: গত কয়েকদিনের গরমে হাঁসফাঁস করছে মানুষ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে কয়েকদিন ধরে কলকাতায় চল্লিশ ডিগ্রির ওপরে থাকছে তাপমাত্রা। হিটস্ট্রোকের ঝুঁকির মধ্যেও কাজ করছেন কর্মজীবীরা। এবার তেমনই এক দুর্ঘটনা ঘটল। তীব্র গরমে লাইভের মাঝেই জ্ঞান হারালেন লোপামুদ্রা সিনহা নামে এক সংবাদ পাঠিকা।

কলকাতা দূরদর্শনের সংবাদপাঠিকার পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো লোপামুদ্রা টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘মিঠাই’-সহ একাধিক মেগাধারাবাহিকে অভিনয় করে টেলিদর্শকদের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় সংবাদ পড়াকালীন অসুস্থ হওয়ার ভিডিও পোস্ট করে নিজেই জানিয়েছেন, লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। 

লোপামুদ্রা জানান, সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল, একটু জল খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেইসময়ে কোনও বাইট না আসায় জল খেতে পারিনি। শেষমেশ একটা বাইট আসলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জল চাই এবং জল খেয়েনিই। তার পর আস্তে আস্তে চোখের সামনে টেলিসম্প্রচার ঝাপসা হয়ে আসতে থাকে। তারপরই সংবাদ পাঠ করতে করতে এই অবস্থা! 

তিনি আরও জানান, জল নিয়ে সংবাদ পাঠ করতে বসার অভ্যাস কোনওদিনই তার নেই। সেটা দশ মিনিটের হোক কিংবা আধ ঘণ্টার। তাই ঐদিনও জল নিয়ে বসেননি। তিন নম্বর স্টোরি ছিল হিট ওয়েভের ওপর। সেটা পড়ার সময়েই কথা জড়িয়ে যাচ্ছিল তার। সঞ্চালিকা তথা অভিনেত্রী ভেবেছিলেন পুরো সংবাদ পাঠ করা শেষ করতে পারবেন। কিন্তু আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান। তড়িঘড়ি ফ্লোরের সকলকে ছুটে এসে তার চোখেমুখে জলের ছিটা দিতে দেখা যায়। মাথায় বাতাসও করতে থাকেন সকলে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফেরে লোপামুদ্রার। কিন্তু সেদিন তখনই বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন নিউজ প্রোডিউসার। পেশাদার সংবাদপাঠিকা হিসেবে ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা সিনহা।