Top Newsমনীষীদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবার ফ্লেক্স বিতর্কে মেদিনীপুর পৌরসভা

মনীষীদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবার ফ্লেক্স বিতর্কে মেদিনীপুর পৌরসভা

নিজস্ব সংবাদদাতাঃ  আগামী ২১ এপ্রিল পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দু’দিনের সফরে ইতিমধ্যে সাজসাজ রব মেদিনীপুরে শহরজুড়ে। মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে পুরো শহরে ফ্লেক্স ভরিয়ে দেওয়া হয়েছে। সেই টাঙ্গানো ফ্লেক্সে সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসুর মতো মনীষীদের ছবির মাঝে মুখ্যমন্ত্রীর ছবি ঠাঁই পাওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, ‘‘মমতা কি মনীষী!’’ যাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
জানা গেছে, মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে শহরের জেলাশাসক কার্যালয়ের সামনে কালেক্টিক মোড়ের টাঙ্গানো ফ্লেক্সে সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসুর মতো মনীষীদের ছবি রয়েছে। আর মনীষীদের মাঝে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাতে লেখা রয়েছে ধর্ম যার উৎসব সবার। এই ছবি ঘিরে নানান প্রশ্ন যেমন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ফেক্স খুলে নেওয়ার জন্য মেদিনীপুর পৌরসভা ও পশ্চিম মেদিনীপুর জেলাশাসককে ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে। এ ব্যাপারে বিজেপির জেলা সভাপতি শঙ্কর গুছাইত বলেন, এটি সামাজিক অবক্ষয় হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদেরকে অবজ্ঞা অবমাননা করা হচ্ছে। এটা আমাদের লজ্জার বিষয়। এই হেডিং অবিলম্বে খোলার জন্য জেলাশাসককে এবং মেদিনীপুর পৌরসভাকে ইমেল মারফত জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এটা হয়তো পৌরসভার স্তরের কিছু ভুল ভ্রান্তি হয়েছে। আমরা চেয়ারম্যান কে বলেছি ওটা কারেকশন করে নেওয়ার জন্য। কারন আমাদের দল এই ধরনের কাজ করতে কাউকে বলেনি। কেউ হয়তো অতি উৎসাহী হয়ে কিছু করে ফেলেছে। আমরা কারেকশন করার জন্য বলে দিয়েছি।