General Newsপ্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বারুইপুর: ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন বলে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাসন্তী থানার চুনাখালির বাসিন্দা বছর বাইশের রোহিত মাহাতো। ম্যাচশেষে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই ধানখেতে লাগানো বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুমিরমারি গ্রামে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মোল্লাখালি উপকূলীয় থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোসাবা থানার মোল্লাখালি এলাকায় ফুটবল ম্যাচ। খেলতে যাচ্ছেন বলে বুধবার বাড়ি থেকে বেরোন রোহিত। সেখান থেকে খেলাশেষে কুমিরমারি গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর। কুমিরমারির আদিবাসীপাড়ার এক তরুণীর সঙ্গে রোহিতের প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, বুধবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও রোহিত বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের লোকজন। তাঁর বন্ধুরা সকলে চলে এলেও তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কুমিরমারিরই একটি ধানখেত থেকে রোহিতের দেহ উদ্ধার হয়। পাশে আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলেন তাঁর প্রেমিকা।
পুলিশের প্রাথমিক অনুমান, ধানখেতে ইঁদুরের উৎপাত ঠেকাতে বিদ্যুতের তার লাগিয়েছিলেন জমির মালিক ধনঞ্জয় সর্দার। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রোহিতের। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর প্রেমিকাও। রোহিতের দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ছোটমোল্লাখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের বাবা সুনীল মাহাতো ছোটমোল্লাখালি উপকূলীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।