খড়গপুর: বাড়ির সামনে একটি অটোরিকশায় বসে মোবাইলে পাবজি গেম খেলার সময় কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছিল। তার প্রতিবাদ করায় বাড়ির মালিক মারধর করা হয়। এমনকি বাধা দিতে গিয়ে বাড়ির মালিকের পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। সেই মারধরের ঘটনায় বাড়ির মালিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর এই মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে খড়গপুর টাউন থানায় মঙ্গলবার রাতে একটি অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই মহিলা সহ মোট চারজনকে গ্ৰেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রহমাননগর এলাকায়। মৃত ব্যাক্তির নাম সেখ জাহাঙ্গীর হোসেন (৫৫)। পুলিশ জানিয়েছে ধৃতরা হল দেবি বিবি, সায়রা বিবি, সেখ বাবু ও সেখ সায়েবজান।
এঁদেরকে পুলিশ বুধবার সকালে গ্ৰেপ্তার করে। এইদিন ধৃত চারজনকে খড়গপুর এসিজেএম আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে চারজনের ছয় দিনের পুলিশ হেফাজত হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।