নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত ৪ নম্বর কুনারপুর অঞ্চলের বাঁকি বাজার এলাকায়। মৃতের নাম শ্যামল নায়েক। বয়স ৪০ বছর। বাড়ি মাধবপুর গ্রামে। ওই ব্যক্তি তার শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার সকালে কুনারপুর অঞ্চলের বাঁকিবাজার এলাকায় খালের ধারে একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদের দেখতে পান। ঘটনার খবর এলাকায় চাউর হতেই স্থানীয় গ্রামের কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় অধিকাংশের দাবি, ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে গাছে ঝুলিয়ে চলে গিয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ (Police)। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।