SBN NEWS: সরস্বতী পুজোর ঠিক আগে আগে সবজি বাজারে যেন আগুন লাগল। চড়া দামে বিকোচ্ছে একাধিক সবজি। যার জেরে রীতিমতো চিন্তায় পড়েছে সাধারণ গ্রাহকেরা। মাত্র সপ্তাহ দুয়েক আগেও বাজারে সবজির দামই ছিল সবচেয়ে কম। এর জেরে দু’তিন রকমের সবজি কিনে বাড়ি ফেরাতে ক্রেতাদের। কিন্তু সরস্বতী পুজোর ঠিক দিন কয়েক আগে ধাক্কা। আগুন দাম সবজির গায়ে। আজ বাজারে যাবেন ভাবছেন? তার আগে জেনে নিন শাকসবজি থেকে মাছ-মাংসের দাম।
বুধবার সবজির দাম: 👇 পেঁয়াজ – প্রতি কেজি ২৫ টাকা আলু – প্রতি কেজি ১৪-১৬ টাকা আদা – প্রতি কেজি ১৫০ টাকা রসুন – প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা টমেটো – প্রতি কেজি ৩০ টাকা ভেন্ডি – প্রতি কেজি ১০০ টাকা পেঁপে – প্রতি কেজি ২০ টাকা বৈতাল – প্রতি কেজি ২৫ টাকা পটল – প্রতি কেজি ১৬০ টাকা কাঁচকলা – ২০ টাকায় তিন পিস লেবু – ১০ টাকায় ৩ পিস বেগুন – প্রতি কেজি ৩০-৪০ টাকা কাঁচালঙ্কা- প্রতি কেজি ১০০-২০০ টাকা ধনেপাতা – প্রতি কেজি ৫০ টাকা শসা – প্রতি কেজি ৬০ টাকা কুদরি – প্রতি কেজি ৭০ টাকা সিম – প্রতি কেজি ৩০ টাকা বিমস – প্রতি কেজি ৫০ টাকা মুলা – প্রতি কেজি ২০ টাকা বাঁধাকপি- প্রতি কেজি ২০ টাকা ফুলকপি- প্রতি পিস ২৫ টাকা ওলকপি – প্রতি কেজি ৩০ টাকা পিঁয়াজ কলি – প্রতি কেজি ৫০ টাকা বরবটি – প্রতি কেজি ৮০ টাকা উচ্ছা – প্রতি কেজি ৭০ টাকা চিচিঙ্গা- প্রতি কেজি ৫০ টাকা গাজর- প্রতি কেজি ৩০ টাকা বিট – প্রতি কেজি ৩০ টাকা ঝিঙ্গা- প্রতি কেজি ৫০ টাকা কাঁকরোল- প্রতি কেজি ১৫০ টাকা পেপসি গাম- প্রতি কেজি ১২০ টাকা কচু- প্রতি কেজি ৪০ টাকা লাউ খাড়া- প্রতি আটি ৫ টাকা খসলা শাক- প্রতি জোড়া ১০ টাকা পুঁই শাক – প্রতি কেজি ১০ টাকা চুপড়ি আলু – প্রতি কেজি ৪০ টাকা মাশরুম – প্রতি কেজি ১৬০ টাকা
বুধবার ফলের দাম: 👇 বেদানা- ১০০ টাকা প্রতি কেজি আপেল- ৫০-১০০ টাকা প্রতি কেজি কমলালেবু- ৫০-৬০ টাকা প্রতি কেজি আগুর- ৮০-১০০ টাকা প্রতি কেজি নাশপাতি- ১০০ টাকা প্রতি কেজি কলা (সিঙ্গাপুরি)- ৩০-৪০ টাকা প্রতি কেজি চাঁপা কলা – ৩০ টাকা ডোজন খেজুর- ১০০-১২০০ টাকা প্রতি কেজি গালফ খেজুর- ২০০ টাকা প্রতি কেজি মৌসুমী- ৮০ টাকা প্রতি কেজি আপেল কুল – ৩০-৬০ টাকা প্রতি কেজি তরমুজ – ৩০-৪০ টাকা প্রতি কেজি
বুধবার মাছের দাম: 👇 কাতলা মাছ- ২৫০-২৭০ টাকা প্রতি কেজি দেশী রুই মাছ -১৮০-২০০ টাকা প্রতি কেজি বিলাসপুর রুই – ১৮০ টাকা প্রতি কেজি সিলভার কার্প – ১২০-১৬০ টাকা প্রতি কেজি মৃগেল মাছ -১৬০-১৮০ টাকা প্রতি কেজি রুপচাঁদ মাছ – ১২০ টাকা প্রতি কেজি ইলিশ মাছ – ৯০০-১৪০০ টাকা প্রতি কেজি বাগদা চিংড়ি – ৮০০ টাকা প্রতি কেজি চিংড়া- ৬০০-৮০০ টাকা প্রতি কেজি শিঙি মাছ – ৮০০ টাকা প্রতি কেজি মাগুর মাছ – ১০০০ টাকা প্রতি কেজি দেশী কই – ৩৫০-৪০০ টাকা প্রতি কেজি টেংরা মাছ – ৪০০-৬০০ টাকা প্রতি কেজি শোল মাছ – ২০০-৩০০ টাকা প্রতি কেজি বাইন মাছ – ৪০০ টাকা প্রতি কেজি ফলাই মাছ – ২০০ টাকা প্রতি কেজি পুটি মাছ – ১৪০ টাকা প্রতি কেজি
বুধবার ডিম ও মাংসের দাম: 👇 দেশি মুরগি গোটা – ৪০০ টাকা প্রতি কেজি ব্রয়লার মুরগি কাটা – ১৬০ টাকা প্রতি কেজি হ্যাচারি মুরগি কাটা – ১৯০ টাকা প্রতি কেজি ক্রস মুরগি কাটা – ২৫০ টাকা প্রতি কেজি মাটনের দাম – ৭৩০ টাকা প্রতি কেজি ডিম -প্রতি জোড়া ১৫ টাকা
সবজি থেকে শুরু করে মাছ,মাংস সহ একাধিক জিনিসপত্রের দামের আপডেট জানতে চোখ রাখুন SBN NEWS-এর ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে।