Top Newsআগুনে ভস্মীভূত লেপ- তোশকের দোকান, এলাকায় তীব্র চাঞ্চল্য
আগুনে ভস্মীভূত লেপ- তোশকের দোকান, এলাকায় তীব্র চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা,ডোমকল: ভস্মীভূত হল লেপ-তোষক বিক্রির দোকান। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি বেডিংয়ের দোকানে। যখন আগুণ লাগে তখন বাজারে লোকজন তেমন ছিলেন না। কারণ এদিন শুক্রবার ইসলামপুর বাজার সাপ্তাহিক বন্ধের দিন।
তাছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জুম্মার নামাজ পড়ার দিন। বাজার এলাকার মানুষ তখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সেই সময় আগুণ লাগে ও তা ঘরের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের মালিক মতি শেখ (৫০) বলেন, “কালো ধোঁয়া দেখে আমার মেয়ে জানায় দোকানের দিকে আগুণ লেগেছে। দৌড়ে কাছে এসে দেখি আমাদের দোকানেই আগুন। দোকানের উপরেই সংসার চলে। সেটাই শেষ হয়ে গেল এখন চলব করে বুঝতে পারছি না।” স্থানীয়রা জানান আগুণের জায়গা থেকে কালো ধোঁয়ার সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলছিল। ওই অবস্থায় লোকজন ছুটে আসেন। আসেন ইসলামপুরের ওসি নির্মলকুমার দাস। খবর দেওয়া হয় দমকলকে। সেই সঙ্গে দোকানের সার্টার ভেঙ্গে ও পাশের দোকানের দেওয়াল ভেঙ্গে জল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আগুণকে আয়ত্বে আনা যায়নি। কারণ ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে পিছনে। যেখানে যাওয়াই মুশকিল হয়ে উঠেছিল। তাছাড়া দোকানের পিছনে মজুত তুলোয় আগুণ লাগলে তা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়।
দোকানের কিছুই রক্ষা করা যায়নি। তার মধ্যেই ডোমকল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুণ নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান আর একটু দেরী হলে না হলে পার্শ্ববর্তী আরও দোকানে আগুণ ছড়িয়ে পড়তো। কীভাবে আগুণের সূত্রপাত? পুলিশের অনুমান শুক্রবার যেহেতু দোকান বন্ধ অবস্থায় আগুন, ধরেই নেওয়া যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। তার জেরেই ওই অবস্থা। দোকান মালিকের দাবি, সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।