Top Newsরাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী মানস ভূঁইয়ার
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী মানস ভূঁইয়ার
নিজস্ব সংবাদদাতা: আগের নেওয়া ঋণ বাবদ অর্থ কেটে নিয়ে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির প্রাপ্য টাকা উপভোক্তাদের দেওয়া হচ্ছে। এই অভিযোগ বেশ কিছুদিন ধরে উঠছিল সবংয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান মন্ত্রী মানস ভূঁইয়ার কানেও পৌঁছায়। আর ব্যাঙ্কগুলির এই ভূমিকায় সমস্যায় পড়তে হচ্ছিল বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া উপভোক্তাদের। এই সমস্যার সমাধানের লক্ষ্যে বুধবার মন্ত্রী সবংয়ের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ম্যানেজারদের নিয়ে একটি বৈঠক করেন সবং পঞ্চায়েত সমিতির সভা কক্ষে। সেই বৈঠকে মন্ত্রী ব্যাঙ্কগুলির এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাফ জানিয়ে আবাস যোজনার টাকা কেটে নেওয়া চলবে না। তিনি বৈঠকে উপস্থিত ব্যাঙ্কগুলির ম্যানেজারদের বলেন এখনও পর্যন্ত যতজনের টাকা এইভাবে কেটে নেওয়া হয়েছে তাঁদের টাকা অবিলম্বে অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী গরিব মানুষকে বাড়ি তৈরির জন্য এই টাকা দিয়েছেন। এইভাবে আগের ঋণের নাম করে কোনও উপভোক্তার প্রাপ্য টাকা কেটে নেওয়া খুবই অন্যায়। এটা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।” জানা গিয়েছে বৈঠকে উপস্থিত ব্যাঙ্কগুলির ম্যানেজাররা আশ্বাস দিয়েছেন এরপর থেকে এই সমস্যা আর হবে না। এইদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বিডিও মানিক সিংহ মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত, সহ সভাপতি বাবুলাল মাইতি সহ বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও সংঘের সম্পাদিকা ও সভাপতি।