নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদান প্রদানের জনপ্রিয়তা বিগত কয়েক বছর ধরেই। অ্যানড্রয়েড অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অনায়াসে অর্থ আদান প্রদান করার সুবিধা নিচ্ছেন নেটিজেনরা। এবার সরকারি অফিসারের পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন থেকে ওটিপি (OTP) নিয়ে ব্যাংক একাউন্ট থেকে দুই লক্ষ ১৭ হাজার ১০০ টাকা উধাও করে নিল হ্যাকাররা! প্রতারণার শিকার হয়েছেন,পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার হরিহরপুর এলাকার বাসিন্দা রামেশ্বর শীট। সরকারি সুবিধার নাম করে ওটিপি হাতিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ ১৭ হাজার ১০০ টাকা লোপাট করে নিল হ্যাকারের দল।
এমনটাই অভিযোগ সবংয়ের হরিহরপুর এলাকার বাসিন্দা রামেশ্বর শীটের। এই ঘটনা ইতিমধ্যে সবং থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ ঘটনা প্রসঙ্গে রামেশ্বর শীটের অভিযোগ,গত কয়েকদিন আগে 7063813256 এই নম্বরে রামেশ্বর বাবুর ফোনে A.D.O অফিসারের পরিচয় দিয়ে ফোন করে প্রতারকরা। তারপরে নিজের ফোন থেকে (Port in) মেসেজ করতে বলে প্রতারকরা। সেই মতো তিনি মেসেজও করেন। কোড আসার পর,সেই কোড তিনি ওই প্রতারকদের শেয়ার করেন। তার তিনদিন পরে তিনি বুঝতে পারেন তার মোবাইল নম্বরটি পোর্ট ইন কমপ্লিট হয়ে অন্য কোম্পানিতে চলে গিয়েছে। তারপর তিনি স্থানীয়দের কথামতো।
এয়ারটেল কাউন্টারে গিয়ে জানতে পারেন রামেশ্বর বাবুর নিজস্ব নাম্বারটি শ্যামল ঘোষ,পিতা: কালীপদ ঘোষ, হাঁসখালি এলাকার নামে নথিভুক্ত রয়েছে। তারপর তিনি তড়িঘড়ি দুটি ব্যাংক একাউন্টে ব্যালেন্স চেক করার জন্য ব্যাংকে যান। ব্যাঙ্কে গিয়ে দেখেন তার দুটি অ্যাকাউন্ট থেকেই হ্যাকাররা দুই লক্ষ ১৭ হাজার ১০০ টাকা তুলে নিয়েছে।
এমত অবস্থায় অথৈ জলে পড়েছে রামেশ্বর শীট। তিনি সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন সবং থানার পুলিশ আধিকারিকরা।
SBN NEWS পক্ষ থেকে সমস্ত দর্শকদের আবেদন। কোন অচেনা নাম্বার থেকে ফোন এলে ব্যাংক একাউন্টের তথ্য, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার কিংবা মোবাইল নম্বরে আসা ওটিপি শেয়ার করবেন না। এতে আপনিও বিপদের সম্মুখীন হতে পারেন।