Top Newsসরকারি প্রকল্পের টাকা হাতাতেই শাশুড়িকে খুন, গ্রেফতার জামাই

সরকারি প্রকল্পের টাকা হাতাতেই শাশুড়িকে খুন, গ্রেফতার জামাই

SBN NEWS: বাড়িতে দীর্ঘদিনের অশান্তি। তাই, সরকারি প্রকল্পের দশ হাজার টাকা তুলে নিজের কাছে না রেখে প্রতিবেশীর কাছে রেখেছিলেন বৃদ্ধা। জানতে পেরে বাড়িতে অশান্তি করেও সেই টাকা হাতাতে পারেনি জামাই আখের আলি মল্লিক। সেই আক্রোশে ঘুমন্ত অবস্থায় শাশুড়ির গলার নলি কেটে খুন করে সে। জেঠিয়া থানার অন্তর্গত নৈহাটির কাঁপা-চাকলা পঞ্চায়েতের পাল্লাদহে অশীতিপর বৃদ্ধা খুনের ঘটনায় রবিবার জামাই আখেরকে গ্রেপ্তারের পর এমনটাই জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, পাল্লাদহে মেয়ের বাড়িতে থাকলেও বছর আশির ফুলজান বিবিকে খেতে দিত না মেয়ের পরিবার। প্রতিবেশীরাই তাঁকে খেতে দিতেন। মেয়ের পরিবারের সঙ্গে বৃদ্ধার প্রায়ই ঝগড়া অশান্তি হত। বিশেষ করে জামাইয়ের সঙ্গে একাধিক বিষয় নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল তাঁর। এই কারণেই সরকারি প্রকল্পের গচ্ছিত ১০ হাজার টাকা তুলে প্রতিবেশীর কাছে রেখেছিলেন বৃদ্ধা। এদিকে, টাকা তোলার খবর পাওয়া মাত্রই সেটা চাইতে বৃদ্ধার কাছে গেলে জামাই আখেরের সঙ্গে অশান্তি বাঁধে ফুলজান বিবির। পরে কোনওভাবে আখের জানতে পারে বৃদ্ধা টাকা তুলে প্রতিবেশীর কাছে রেখেছেন। এই আক্রোশেই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শাশুড়ির গলার নলি কেটে খুন করে আখের।