Top Newsপাশে মায়ের রক্তাক্ত দেহ, রাতভর কান্না বছর দেড়েকের শিশুর
পাশে মায়ের রক্তাক্ত দেহ, রাতভর কান্না বছর দেড়েকের শিশুর
কোচবিহার: শীতের গভীর রাতে নিঝুম পরিবেশের মধ্যে একনাগাড়ে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। তাকে কেউ চুপ করাচ্ছে না। কিছুক্ষণ স্বাভাবিক বলে মনে হলেও সেই কান্নার আওয়াজ না থামায়, প্রতিবেশীদের সন্দেহ শুরু হয়। ভোর প্রায় চারটে নাগাদ প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢুকে দেখেন, ঘরের দরজা খোলা। বারান্দা ভেসে যাচ্ছে রক্তে। বুঝতে দেরি হয়নি, কোনও বড় ধরনের অঘটন ঘটে গিয়েছে। ঘরে উঁকি দিতে দেখা যায় রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ অর্পিতার দেহ প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে, সেখান থেকে রক্ত ভেসে যাচ্ছে। পাশেই শোয়ার ঘরের বিছানায় বছর দেড়েকের শিশু মাকে না পেয়ে একনাগাড়ে কেঁদে যাচ্ছে। রোমহর্ষক এই দৃশ্য দেখার পর আতঙ্ক ছড়িয়ে যায় প্রতিবেশীদের মধ্যে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতার নাম অর্পিতা আর্য (২২)।
কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা বাজার এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই ভাড়াবাড়ি গত নয় মাস ধরে ছিল তাঁর ঠিকানা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ওই মহিলার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। তাঁকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার তদন্তে মৃতার স্বামী-সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।