নিজস্ব সংবাদদাতাঃ প্রেমিকের সঙ্গে পালানো মায়ের শ্রাদ্ধ করল চার বছরের ছেলে। ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা গ্রাম। কিন্তু মৃত বলে দাবি করে চার বছরের ছেলেকে দিয়ে জীবিত মায়ের শ্রাদ্ধ করালেন পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকার দরখোলা গ্রামে। জানা গিয়েছে, সাত বছর আগে চন্দ্রকোনা রোড এলাকার দরখোলা গ্রামের বাসিন্দা
অভ্রজিৎ ঘোষের সঙ্গে আলো বিশ্বাস ঘোষ নামে গৃহবধূ বিয়ে হয়। তাদের একটি চার বছরের ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে। অভ্রজিৎ স্ত্রী-পুত্র সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। সাত বছর ধরে সংসার সুখের চললেও। “পর পুরুষের খপ্পরে পড়াটাই হলো কাল”। পরকীয়ায় তছনছ করে দিল তাদের সুখের সংসার।
পরিবারে অভিযোগ, চলতি এপ্রিল মাসে ৬ তারিখ নিজের ছেলেকে নিয়ে অনুষ্ঠান দেখতে বেরিয়ে যায় আলো বিশ্বাস ঘোষ নামে ওই গৃহবধূ। তারপর চার বছরের পুত্র সন্তানকে রেখে উধাও হয়ে যায় এলাকা থেকে। ঘটনার পর আত্মীয় বাড়ি থেকে শুরু করে চতুর্দিক খোঁজখবর নেন পরিবারের সদস্যরা। কিন্তু কোন খোঁজ মিলেনি ওই গৃহবধুর। এরপর ওই গৃহবধূর স্বামী অভ্রজিৎ জানতে পারেন তার স্ত্রী আলো অন্য পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। এদিকে মাকে দেখতে না পেয়ে একাধিকবার পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিতে শুরু করে ছোট্ট শিশুটি। এমনকি খাওয়ার জন্য কান্নাকাটি করে।
পরবর্তীতে পলাতক ওই গৃহবধুর স্বামী ও পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ শান্তি করার। এরপর চার বছরের খুদেকে তার বাবা জানান মা দুর্ঘটনায় মারা গেছেন, সে আর কোনদিন বাড়ি ফিরবে না। ঘটনার পর বাড়ির সবার চোখে জল এলেও। সমস্ত ধর্মীয় রীতি মেনে চার বছরের ছেলেকে ন্যাড়া করিয়ে স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান করে পরিবারের সদস্যরা। এমনকি গৃহবূধর ছবির সামনে মন্ত্রপাঠ-পিণ্ডদান পর্যন্ত করা হয়। ইতিমধ্যে এই ছবি ফেসবুক,হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। যা নিয়ে তোলপাড় পুরো গ্রাম।
প্রেমিকের সঙ্গে পালানো মায়ের শ্রাদ্ধ চার বছরের ছেলের! পশ্চিম মেদিনীপুরের এই ঘটনায় তোলপাড়
