SBN: জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁও। ২৬ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় যখন পুরো দেশ শোকে স্তব্ধ। এখানে নিজের দেশে বসে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করলেন পাকিস্তান এবং লস্কর-ই-তৈবার। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ নওশাদ। বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলায়। ওই ব্যক্তি নিজেকে ইসলামিক ল-ইয়ার বলে দাবি করেছেন। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় উর্দুতে লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ, লস্কর-ই-তৈয়বা, আল্লাহ আপনাদের সর্বদা মঙ্গল করুন, আমিন, আমিন।’
সেই সঙ্গে তিনি আরও লেখেন, আরএসএস , বজরং দল, বিজেপি আর মিডিয়াকে টার্গেট করা হলে খুশি হতাম। ‘ এরপরই অভিযোগে পরিপ্রেক্ষিতে বালিডি থানার আওতাধীন মিল্লাত নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
Top Newsসোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও হামলার প্রশংসা, গ্রেফতার ১ ব্যক্তি
সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও হামলার প্রশংসা, গ্রেফতার ১ ব্যক্তি
By sbnnews
8


