নিজস্ব সংবাদদাতা: কারোর কথায় প্রলোভিত না হয়ে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ দিলেন রাজ্যের স্ব নির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিরবাহা হাঁসদা। শনিবার তিনি সবং ব্লকের জুলকাপুর কিষাণ মান্ডি চত্বরে আয়োজিত সাত দিন ব্যাপী জেলা সবলা মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান মন্ত্রী মানস ভুঁইয়া, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি,অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখোপাধ্যায়, খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, শান্তি টুডু প্রমুখ।
এই অনুষ্ঠানে মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন ” কারোর ভুল কথায় প্রলোভিত হয়ে যাবেন না। সবাই এক হয়ে কাজ করুন। নিজেরা কিভাবে এগিয়ে যাবেন সেই কথা মাথায় রাখতে হবে। আপনাদের ঠিক থাকতে হবে।” তিনি মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন ” মহিলারা এখন সবলা হয়েছেন। মহিলাদের কাছে একটাই অনুরোধ বোঝাবে অনেকে। অনেক উপদেশ দেবে। আমরা মহিলারা অন্য লোকের কথায় চলতে অভ্যস্ত। সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। এগিয়ে আসতে হবে।” তারসাথে মন্ত্রী অতীতে মহিলাদের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির একটি তুলনামূলক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন ” আমি দেখেছি একটা সময় মহিলাদের ঘোমটার আড়ালে রাখা হত। মহিলাদের বাইরের কোনও ব্যাপারে অধিকার ছিল না। সেই জায়গা থেকে মহিলারা বেরিয়ে এসে স্বাভাবিক জীবন যাপন করছেন। মাথা উঁচু করে বসবাস করছেন।” অপরদিকে মন্ত্রী মানস ভুঁইয়া জেলায় স্বনির্ভর গোষ্ঠীতে মহিলা সদস্যের সংখ্যা কম বলে অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন ” জেলায় ৬৭১৪০টি স্ব সহায়ক গোষ্ঠী রয়েছে। সদস্য সংখ্যা ৬ লক্ষ ৭৫ হাজার ২০। জেলার জনসংখ্যা ৫৯ লক্ষ।” এই পরিসংখ্যান তুলে ধরার পর তিনি উষ্মা প্রকাশ করে বললেন ” আমি সবাইকে অনুরোধ করছি সমস্ত মেয়েদের গ্ৰুপের সদস্য করুন। কত সুবিধা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। ” তারসাথে তিনি জেলা সদরে ও রাজ্যে সবংয়ের মাদুর ও পিংলার পটচিত্রের স্টল খোলার দাবি জানান। তিনি বলেন ” এই স্টল খোলা হলে বিক্রি বাড়বে। এগিয়ে যাবেন শিল্পীরা। তাঁদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। তাঁদের সংগ্ৰাম সার্থক হবে।” এইদিন অনুষ্ঠান শেষের পর পৌঁছান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।