SBN NEWS: এমনটা যে ঘটতে চলেছে তাঁর বিন্দুমাত্র পূর্বাভাস ছিল না অস্ট্রেলিয়ান ওপেনে। শুক্রবার রড লেভার এরিনায় ঘটে গেল বিরাট অঘটন। গতবারের চ্য়াম্পিয়ন নোভাক জকোভিচ বিগত ছয় বছরে এই প্রথম সেমি-ফাইনালে হেরে গেলেন! টুর্নামেন্টের চতুর্থ বাছাই জানিক সিনার হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বরকে। টেনিসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় অঘটনের সাক্ষী থাকল মেলবোর্ন। ৩ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে ইতালিয়ানের পক্ষে ফল ১-৬, ২-৬, ৭-৬ (৬), ৩-৬। সিনার এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ড স্ল্য়াম ফাইনালে উঠলেন। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে দশবারই ফাইনালে জিতেছেন জকোভিচ। ১১-০ হল না আর।