Top Newsমাধ্যমিক চলাকালীন মাইক রুখতে পুলিশের উদ্যোগ

মাধ্যমিক চলাকালীন মাইক রুখতে পুলিশের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার আগে জঙ্গল লাগোয়া গ্রামে মাইকিং, হ্যান্ডবিল বিলি করে সতর্ক করা হচ্ছে।পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য কনভয় করে নিয়ে যাওয়ার ব্যবস্থা। প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা। জঙ্গলে ব্যারিকেট করে দেওয়া, গাইড রাখা, হুল্লা পার্টি জঙ্গলে থাকবে। ঐরাবত গাড়ি ব্যবহার করা হতে পারে। প্রয়োজনে গাড়ির জন্য জেলা শাসকদের কাছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আবেদন জানিয়েছেন ডিএফওরা।ঝাড়গ্রাম, রূপনারায়ণপুর, মেদিনীপুর এবং খড়গপুর ডিভিশনের অধীনে জঙ্গলে প্রায় ১০০টি হাতি রয়েছে জঙ্গলমহল এলাকায়।পরীক্ষার দিন গুলিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল ৫টা থেকে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাড়ি না পৌঁছানো পর্যন্ত পেট্রলিং করবে বন কর্মীরা। তাছাড়াও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য গাইড করবে তারা। জঙ্গলের ভেতরে শট রুট যাতে ব্যবহার না করে সেজন্য সতর্ক করা হচ্ছে প্রচারের মাধ্যমে। জঙ্গলের ভেতরে শটরুটে ড্রপ গেট করা হবে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম জেলায় এআই ক্যামেরার মাধ্যমে হাতির গতিবিধির উপর নজর রাখে বন দপ্তর। কোন এলাকায় কতগুলি হাতি রয়েছে তা আগাম জানিয়ে দেওয়া হয় বাল্ক ম্যাসেজের মাধ্যমে। তাছাড়া সেই সব এলাকায় যাতে হাতির পথ এড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষার্থী এবং কেন্দ্র কতগুলি রয়েছে জঙ্গলের হাতির রুটে তা চিহ্নিত করতে শুরু করেছে বন দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, “ডিএফও দের নিয়ে ইতিমধ্যে মিটিং করা হয়েছে। যাতে শর্ট রুট কেউ ব্যবহার না করেন সেদিকে সর্তক করা হচ্ছে। ড্রপ গেট করা হবে। গাড়ির ব্যবস্থা থাকছে। বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসে থাকছে কন্ট্রোল রুম। পরীক্ষার্থীরা যাতে একা জঙ্গল পথ না যায় তা জানানো হচ্ছে। জঙ্গলের রাস্তায় থাকবেন বন কর্মীরা তারা সহযোগিতা করবে।” রূপ নারায়ণপুর ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম এবং খড়গপুর ডিভিশনের ডিএফও বলেন, “জঙ্গল এলাকায় মাইকিং করা হচ্ছে। মানুষকে সর্তক করা হচ্ছে। প্রচারপত্র বিলি করা হচ্ছে। কনভয় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।”
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থী ৬৩৪৭৭ জন, মোট কেন্দ্র ১২৫। (এর মধ্যে জঙ্গল লাগোয়া কত কেন্দ্র বা পরীক্ষার্থী বলা সম্ভব নয়)।