খড়গপুর: অষ্টম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার ইন্দা এলাকায় একটি বহুতল আবাসনে। অভিযোগের তির ওই আবাসনের বাসিন্দা পেশায় মোবাইল ফোন ব্যবসায়ী বিকাশ আগরওয়ালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর। নাবালিকা খড়গপুর গ্ৰামীণ থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সেদিন নাবালিকা বিদ্যালয় থেকে ফিরে আবাসনের লিফটে চাপে। অভিযোগ তখন অভিযুক্ত ব্যাক্তি লিফটের ভেতরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেন। তার শ্লীলতাহানি করা হয়। ঘটনাটি জানার পর নাবালিকার মা ওইদিন রাতেই খড়গপুর টাউন থানার মহিলা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে পুলিশের পরামর্শ অনুযায়ী ১৪ নভেম্বর একটি এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে একটি মামলা দায়ের করে। নাবালিকার মায়ের এখন অভিযোগ এফআইআর দায়েরের পর চারদিন পার হয়ে গিয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্ত ব্যাক্তিকে এখনও পর্যন্ত গ্ৰেপ্তার করেনি। অভিযুক্ত বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন পুলিশের এই ভূমিকা যথেষ্ট সন্দেহজনক। তাঁর দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যাক্তিকে গ্ৰেপ্তার করা হোক। এদিকে এই ব্যাপারে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে। তারপর অভিযুক্তকে একটি নোটিশ করা হবে। যদিও অভিযুক্তকে কবে ধরা হবে সেটি অবশ্য পুলিশ নিশ্চিত করে কিছু জানায় নি। বরং গোটা বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন বলে টাউন থানার মহিলা পুলিশ থানার এক আধিকারিক জানিয়েছেন। জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ সহ পুলিশ গোটা ঘটনাটি লিখিত আকারে যাবতীয় তথ্য প্রমাণ শীঘ্রই আদালতে পেশ করতে চলেছে।