নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি ইস্যুতে রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর রাজ্য সফরে আসতে পারেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালির ঘটনার কথা মাথায় রেখে রাজ্যের প্রধানমন্ত্রীর একটি সভা করাতে চাইছে বঙ্গ বিজেপি। এই মর্মে প্রধানমন্ত্রীর দফতরের চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। ওই সভা বারাসতে করাতে পারে দল। সভা হতে পারে ৭ মার্চ।
ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা মহিলা মোর্চার তরফে ওই সমাবেশের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘মহিলা ন্যায় সমাবেশ’। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে ওই প্রস্তাব গেলেও প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও চূড়ান্ত সম্মতি দেওয়া হয়নি। ওই দিন প্রধানমন্ত্রীর কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলে প্রধানমন্ত্রী যেতে পারেন বলে জানানো হয়েছে। এমনটাই বিজেপি সূত্রে খবর।