SBN:পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় বিচারপ্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী আগামী তিন মাসের মধ্যে নিম্ন আদালতকে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাস, পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁর বাইরে এক মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় পড়ে অন্য অভিযুক্ত সুমিত বাজাজ, নাসির খানকে গ্রেফতার করা হলেও ধরা পড়েননি ঘটিনার মূল অভিযুক্ত কাদের খান। ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বরে গাজিয়াবাদ থেকে কাদেরকে পাকড়াও করা হয়। তার সঙ্গে ধরা পড়ে তার ভাই আলি খানও। ২০১৮ সালে এপ্রিল মাসে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। চলছে বিচার প্রক্রিয়া। এর মাঝে জামিনের আবেদন করেন কাদেরের ভাই আলি খান। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি, উচ্চ আদালতের নির্দেশ, ৩ মাসের মধ্যে নিম্ন আদালতকে বিচার শেষ করে রায় ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, ২০১৫ সালে এই ঘটনায় অন্য তিন জন অভিযুক্তকে কলকাতা নগর দায়রা আদালত ১০ বছরের কারাদণ্ডের কথা ঘোষণা করে। ২০১৫ সালে ১৩ মার্চ পার্ক স্ট্রিট কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় এনসেফেলাইটিসে। যদিও ২০১৬ সালে কলকাতা হাই কোর্টে নির্যাতিতার বাবা আবেদন করেছিলেন যাতে সাজার মেয়াদ বাড়ানো হয়।