Top Newsমহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

নিজস্ব সংবাদদাতা: মৌনি অমাবস্যাকে মাথায় রেখে মহাকুম্ভে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। পুণ্যস্নানের সময় পদপিষ্ট হয়ে মারা যান অন্তত ৩০ জন, আহত অনেক। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। সম্ভবত আজই এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আবেদন করবেন মামলাকারীর আইনজীবী।
মহাকুম্ভের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্যকে। পাশাপাশি দুর্ঘটনার ফলে যাদের মৃত্যু হল, বা যারা অসুস্থ তাঁরা চাইলে কর্তৃপক্ষ ও আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবেন।