কলকাতাBREAKING: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ওঠা অভিযোগের সিসিটিভি ফুটেজ আজ প্রকাশ্যে আনার ঘোষণা...

BREAKING: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ওঠা অভিযোগের সিসিটিভি ফুটেজ আজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের

SBN NEWS DIGITAL: রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে তাকে। অভিযোগ সামনে আসার পর থেকেই নতুন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও রাজ্যপাল বলেন, রাজভবনে কোনও দিদিগিরি সহ্য করবেন না তিনি। এবার এই ঘটনায় বড় সিদ্ধান্ত নিল রাজভবন। ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দেখানো হবে সেই সিসিটিভি ফুটেজ। প্রথম ১০০ জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে। সিসিটিভি ফুটেজ যারা দেখতে চান, তাঁদের জন্য দুটি ইমেইল আইডি ব্যবস্থা করা হয়েছে রাজভবনের তরফে। সেই দুটি ইমেইল আইডি হল।adcrajbhavankolkata@gmail.com ও governor-wb@nic.in এর পাশাপাশি দেওয়া হয়েছে একটি নাম্বার ০৩৩-২২০০১৬৪১ এই নাম্বারে ফোন করে প্রথম ১০০ জন নাম লেখাতে পারবেন। তাদেরকে সেই সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে। নোটিসে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের কোনও সদস্য ওই ফুটেজ দেখতে পারবেন না।