General Newsঅযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে মাটির প্রদীপের চাহিদা

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে মাটির প্রদীপের চাহিদা

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আগে পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে মাটির প্রদীপের চাহিদা। চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কুমোররা। আবহাওয়ার খামখেয়ালী সাথে বৃষ্টির জেরে কয়েক দিন ধরে মাটির প্রদীপ তৈরি করতে না পেরে চিন্তিত হয়ে পড়েছেন কুমোররা। গত বছর দীপাবলীর সময় তৈরি হওয়া মাটির প্রদীপ রয়ে গিয়েছিল অনেক কুমোররের কাছে। জমে থাকা সেই মাটির প্রদীপ গুলি এখন বিক্রিতে জোর দিয়েছেন তারা।

শুক্রবার মেদিনীপুর শহরের কুমোর পাড়া এলাকায় মাটির প্রদীপের বরাত দিতে এসেছিলেন এক ব্যক্তি। তিনি ৫০০০ মাটির প্রদীপ চেয়েও ফিরে গিয়েছেন। শহরের বেনে দোকানগুলিতে চাহিদা বাড়ছে মাটির প্রদীপের। চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে মাটির প্রদীপের। কুমোর পাড়ার এক শিল্পী প্রদীপ পাল জানিয়েছেন, “তাদের কাছে চলতি সপ্তাহে মাটির প্রদীপের জন্য বরাত নিয়ে আসছেন অনেকেই।

এটা যদি আগে জানা যেত তাহলে মাটির প্রদীপ বানানোর কাজ শুরু করে দিতাম। হাতে সময় কম, তার উপর আবহাওয়া খামখেয়ালীপনা রয়েছে। সময় সেই প্রদীপ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে যারা কিনতে আসছেন তাদের।” বিজয় দাস নামে আরেক শিল্পী বলেন, “চাদিহার তুলনায় ছোট বড় মাঝারি মাপের মাটির প্রদীপের জোগান কম রয়েছে। বৃষ্টির কারণে প্রদীপ বানিয়েও ভাটাতে শুকনো করা যাচ্ছে না। যেগুলো ছিল সেগুলো প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।” অন্যদিকে বাজারে রাম সীতা হনুমানের ধ্বজা বিক্রি হচ্ছে।