Top Newsআর জি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত বুধবারও, শাস্তির দাবিতে নারায়ণগড়ের খুড়শীতে মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত বুধবারও, শাস্তির দাবিতে নারায়ণগড়ের খুড়শীতে মিছিল

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে উত্তাল রাজ্যে। শুধু বিভিন্ন জেলার জেলা শহরগুলোই নয়, ব্লকে ব্লকেও এদিন ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। কাতারে কাতারে মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন। প্রতিবাদের পুরোভাগে ছিলেন মহিলারা।

মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই, ধর্ষকদের জন্য নয় এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার (paschim Medinipur) প্রতিবাদ মিছিল করে নাগরিকরা। বুধবার সন্ধ্যায় নারায়ণগড় ব্লকের খুড়শী অঞ্চলের বিদ্যাসাগর চক বাজার থেকে মোমবাতি হাতে নিয়ে নাগরিক মিছিল বের হয়৷

যা গোটা গ্রাম পরিক্রমার পর বিদ্যাসাগর চক বাজারে এসে শেষ হয়। এদিনের মৌন মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল পুরুষদের তুলনায় বেশি। আরজি করের ঘটনায় মূল অভিযুক্তদের শাস্তির দাবি করেন তাঁরা।