কলকাতাKolkata: সন্দেশখালি মামলায় জামিন পেলেন নিরাপদ সর্দার, পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন আদালতের

Kolkata: সন্দেশখালি মামলায় জামিন পেলেন নিরাপদ সর্দার, পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন আদালতের

SBN DIGITAL: জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার তাঁকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট।এদিন নিরাপদ সর্দার জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত।

১৭ দিন ধরে জেলবন্দি থাকার পর অবশেষ আজ হাইকোর্টের হস্তক্ষেপেই জামিন পেলেন নিরাপদ। তবে এই মামলার শুনানিতে পুলিশকে পড়তে হয়েছে বিচারপতিদের ভর্ৎসনার মুখে। এই মামলায় বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে আদালত। তার প্রেক্ষিতেই পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করেছেন বিচারপতিরা। পরবর্তী শুনানির দিন এসপিকে এই রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন। তারপর থেকে একটানা ১৭ দিন তিনি জেলবন্দি।গ্রেপ্তারির কারণে বিধায়কের বাড়ির লোকেরা জামিনের আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের।

সেই মামলায় এদিন চারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ নিরাপদের নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে। তাঁকে কোনও ভাবেই আর জেলে বন্দি রাখা যাবে না বলেও জানিয়েছে আদালত।