General Newsঅসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে

অসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে

SQUARE BY NEWS: সংসদ অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ সৌগত রায়। সোমবার অধিবেশনে সাংসদদের আলোচনা চলাকালীন অসুস্থ হন প্রবীণ তৃণমূল সাংসদ বলে খবর। তাঁকে মনোহর লাল লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।