রাজ্যSBN NEWS: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে বাংলা থেকে কি যাচ্ছে জানেন ?

SBN NEWS: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে বাংলা থেকে কি যাচ্ছে জানেন ?

নিজস্ব সংবাদদাতা: আগামী ২২ জানুয়ারী উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে এই মন্দিরের। দ্বারোদঘাটনের পর ওইদিনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ভগবান রামলালার বিগ্রহ কোলে করে বর্তমান মন্দির থেকে নবনির্মিত রামমন্দিরে নিয়ে যাবেন নরেন্দ্র মোদী। এরপর সেটি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হবে। ইতিমধ্যে গুজরাট থেকে পাঠানো হয়েছে ১০৮ ফুট ধুপ কাঠি। এবার বাংলা থেকে যাচ্ছে ১০১ কেজি সুন্দরবনের মধু। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন,ঐদিন বিজেপির সব কর্মীরা এই মহান উৎসবে অংশগ্রহণ করবেন। এখানে যেখানে আয়োজন হবে সব জায়গায় তারা সহযোগিতা করবেন। ধুমধাম করে উৎসব পালন করা হবে। দেশের কোনা কোনা থেকে মানুষ আসছে। বিভিন্ন সামগ্রিকও আসছে। গুজরাট থেকে ১০৮ ফুটের ঐতিহাসিক ধূপকাঠি এসেছে। সেইমত পশ্চিমবাংলা থেকেও আমরা সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠাবো এখান থেকে ঠিক হয়েছে। সেই মধু কালেকশন হচ্ছে।